বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে
আজ ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। আজকের আয়োজনে বিকালে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার ফজরের নামাজের পর শুরু হয়েছে বয়ান। বয়ানে দ্বীন প্রতিষ্ঠা এবং দ্বীনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং মুসলমানদের ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা করা হচ্ছে। বিশ্ব ইজতেমা এবার দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, এতে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নেবেন। এরপর দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি হবে, যেখানে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন। দুই ধাপের আখেরি মোনাজাত যথাক্রমে ২ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়াও, এবারের ইজতেমায় তিনটি ধাপে আয়োজন করা হয়েছে। প্রথম পর্ব শুরায়ে নেজামের অধীনে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব হবে, এবং ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাওলানা সাদ অনুসারীদের তৃতীয় ধাপ।